প্রফিডেন্ট ফান্ডের টাকা মৃত্যুরপরেও চা শ্রমিরা টাকা পাচ্ছে না অভিযোগ

সিলেট ভ্যালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ১৩৫৩ Time View

চা শ্রমিক ডটকমঃ কানাইঘাট থানাধীনসিলেট ভ্যালি
লোভা ছড়া চা বাগানে প্রফিডেন্ট ফান্ডের টাকা কাটা হলেও মৃত্যুরপরেও চা শ্রমিরা টাকা পাচ্ছে না বলে অভিযোগ।
এবিষয়ে চা বাগানের পঞ্চায়েতের সভাপতি অরুন বাউরী ,সেক্ৰেটাৱী কর্ণ কালোয়ার , এবং মহানন্দ রবিদাস,বুলবুল বাউরী ,ৱীনা গোয়ালা ,জয়া মহালী, প্রতিবেদককে জানিয়েছেন চা শ্রমিকের ভবিয্যত তহবিল(পি,এফ) টাকা ঠিকই কাটা হচ্ছে কিন্তু দুঃখেৱ বিষয় অনেকের মৃত্যু হয়ে গেছে তাদের টাকা পাচ্ছে না ৷

বাগানের মালিজ অাজ দিব কাল দিব বলে বলে তাৱা বছর অতিবাহিত মাধ্যমে  চা শ্রমিকদের সাথে প্রতারনা কৱছে ৷

এবিষয়ে সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালার সহিত কথা হলে তিনি বলেন শ্রমিকের অবসর গ্রহনের ৯০ দিনের মধ্যে পাওনা পরিশোধ করার কথা থাকলেও তা মানছেনা বাগানের মালিক

কিছুদিন পূর্বে উক্ত বিষয়ে সম্পকৃত প্রতিনিধি সহযোগে অডিটের মাধ্যমে কয়েক জনের পাওনা আদায় করেছিলাম,

বিষয়টি পূনঃরায় দেখবেন বলে চা শ্রমিক ডটকমেকে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category