চা শ্রমিক ডটকমঃচা শ্রমিকদের জীবনমান উন্নয়নে দৈনিক নগদ মজুরি ন্যূনতম ৪০০টাকা নির্ধারণসহ ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ ৬ মার্চ শুক্রবার সকাল ১১ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চা শ্রমিকদের দৈনিক নূন্যতম মজুরি ৪০০ টাকা নির্ধারণ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে বলে জানিয়েছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন।
সে সময় সমাবেশে বক্তব্য রাখবেন স্কপ এর কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী নাইমুল হাসান জুয়েল, বিসল্ এর সিনিয়র অফিসার খন্দকার আব্দুস সামাদ, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বদশা, জাতীয় শ্রমিক জোট এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহিদ, সমগীত গানের দলে বিথী ঘোষ, চা শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট জুনায়েদ আহমদ, আবু জাফর, আবুল হাছান, প্রণব জ্যোতি পাল ও বিভিন্ন চা বাগানের প্রতিনিধিদের মধ্যে কাজল রায়, গনেশ নাইড়ু, প্রেম কুমার পাল, কিরন বৈধ, রতন গড়াইত, লিটন কুমার মৃধা, বিকাশ রূদ্র পাল মন্টু, প্রণব বাগতী, খায়রুন আক্তার, মানতি কালিন্ধী, অনিমা বসাক, সন্ধীপ রঞ্জন নায়েক, ময়না দাস, অরুণ পানিকা প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতা বিপ্লব মাদ্রাজি পাশী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক দিপংকর ঘোষ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে চা শ্রমিকের মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন হলেও এখন পর্যন্ত দৈনিক ন্যূনতম মজুরি ৪০০ টাকা ঘোষনা করা হয়নি। ন্যুনতম ৪০০টাকা মজুরির দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে মিছিল, সমাবেশ, শ্রম প্রতিমন্ত্রী বরাবর ও মজুরি বোর্ডে স্মারকলিপি পেশ করা হয়েছে।
এছাড়াও দাবির পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে হবিগঞ্জ,সিলেট ও মৌলভীবাজার জেলায় গোলটেবিল বৈঠক আয়োজনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ জাতীয় প্রেসক্লাবের সামনে চা শ্রমিক সমাবেশ অনুষ্টিত হচ্ছে।
নেতৃবৃন্দ চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে দৈনিক নগদ মজুরি ন্যূনতম ৪০০টাকা নির্ধারণসহ ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে বলে জানান।
Leave a Reply