রেমা চা বাগান শ্রমিকদের গণ পিঠুনীতে তিন ম্যানেজার ও কয়েকজন বাগান কর্মচারী গুরুত্বর অাহত

লিটন মুন্ডা,লস্করপুর ভ্যালী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৫৫০৭ Time View

চা শ্রমিক ডটকমঃ গতকাল লস্করপুর ভ্যালীর অন্তর্গত রেমা চা বাগানে চাঁনমারি ডিভিশনে দীর্ঘ জায়গা জুড়ে ফুটবল খেলার মাঠ অাছেন কিন্তু বাগান ব্যবস্থাপক সেই খেলার মাঠে চারা লাগাতে চাই স্থায়ীয় যুবক চা শ্রমিকরা বাধা দেয়। বাধা দেওয়া চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হয় বলেই বাগানের অফিসে গিয়ে ব্যবস্থাপকের সাথে কথা বললে বাগান ব্যবস্থাপক বিষয়টি অস্বীকার করে। একপর্যায়ে কথাকাটাকাটি হলে চা শ্রমিকেরা ৩ জন বাগান ব্যবস্থাপক সহ বাগান পঞ্চায়েতকে গণপিটুনি দিয়েছে এবং বাগানের অফিসকক্ষ ভেঙ্গে ফেলেছে। চুনারুঘাট পুলিশ ততক্ষণ গিয়ে নিয়ন্ত্রণে অানেন। এখন বাগানের পরিস্থিতি স্থির রয়েছে। বাগান ব্যবস্থাপক দিলীপ সরকার এবং বাগান পঞ্চায়েত তনু মুন্ডা গুরুত্বরভাবে অাঘাত প্রাপ্ত উনাদের সুচিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category