1. farukahmodcha@gmail.com : admin :
  2. mmmfamod@gmail.com : Desk : Desk
  3. chasromiktv@gmail.com : desk two : desk two
  4. chasromiktv2@gmail.com : Desk three : Desk three
  5. zakirhosan68@gmail.com : md hosan : md hosan
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

চুনারুঘাটে চা শ্রমিকদের বিক্ষোভ মিছিল

লিটন মুন্ডা,লস্করপুর ভ্যালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ১৬৫৮ Time View

:গত ৩ তিন ধরে অবরুদ্ধ থাকার পর ২০ মাইল রাস্তা পায়ে হেঁটে চুনারুঘাট উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেন রেমা চা বাগান শ্রমিকরা।

আজ ৮ই মার্চ রবিবার সকালে প্রায় ৬ শতাধিক চা শ্রমিকরা এই মহা আন্দোলনে যোগ দেন।
শ্রমিকদের আন্দোলনে একাত্বাকারী রেমা চা বাগানের মেম্বার নির্মল চন্দ্র দেব ও চা শ্রমিক নেতা যুবরাজ ঝরা জানান, শ্রমিকের ছেলে মেয়েদের খেলার মাঠ দখল, বকেয়া বেতন আদায়, মামলা দিয়ে হয়রানি ও বহিরাগত সন্ত্রাসী দ্বারা রাস্তা ঘাটে হয়রানি সহ আরো কয়েকটি দাবীতে তারা এ বিক্ষোভ করেন।
পরে উপজেলা হলরুমে শ্রমিকদের শান্তনা দিয়ে এসআই জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান- আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা,
ওসি তদন্ত চম্পক দাম,এসআই শেখ আলী আজহার, উপজেলা তাতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার ও জালাল খান, চা শ্রমিক নেতা যুবরাজ ঝরা,স্বপন সাওতাল,সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার হবিগঞ্জ জেলা আইন-শৃংখলা সভায় থাকায় তাদের প্রতিনিধিরা শ্রমিকদের শুকনা খাবার পানি দিয়ে তাদের বাসস্থান নিরাপদে যেতে বলেন।

শ্রমিক নেতারা বলেন,তাদের দাবী না মানলে তারা আরো আন্দোলন কর্মসুচি ঘোষনা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Chasromik.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি