চা শ্রমিক ডটকমঃচুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগান কালিস্থান এলাকায় শ্রী শ্রী দোল পূর্ণিমার উপলক্ষ অষ্টপ্রহর ব্যাপি হরিনাম সংকীর্তন শুরু হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যা থেকে গীতা পাঠের মধ্য দিয়ে শ্রী শ্রী দোল পূর্ণিমার শুভ লক্ষ্মী নারায়ণ মহাহরিনাম কীর্তন হয় । সারারাত্রি ব্যাপি গীতা পাঠ ও কীর্তন এর মাধ্যমে সোমবার সারাদিন ব্যাপির হরিনাম কীর্তন মধ্যে সন্ধ্যা মহা প্রসাদ বিতরণের মাধ্যমে অাগামীকাল সকাল এগারোটার দধিহাড়ি ভাঙনের মধ্য দিয়ে শ্রী শ্রী দোল পূর্ণিমার অষ্টপ্রহর ব্যাপি হরিনাম কীর্তন সমাপ্তি হবে।
Leave a Reply