চা শ্রমিক ডটকমঃসিলেট নগরীর চৌহাট্টা এলাকায় কার-মাইক্রোবাস স্ট্যান্ডে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে দ্বিতীয় দফা সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। চৌহাট্টা পয়েন্টে দুপুর ১টায় আবারও তারা সড়ক অবরোধ করে এবং মেয়র আরিফের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় পুলিশ আসলে তারা আরিফের মারধরের বিচার চান এবং গাড়ি ভাঙচুরের ক্ষতিপুরণ দাবি করেন।
এসময় শ্রমিকরা চা শ্রমিক ডটকমের প্রতিবেদককে জানান, সকাল ১১টার দিকে হঠাৎ করেই সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কয়েকজন লোক নিয়ে এসে স্ট্যান্ডে থাকা গাড়িগুলোর উপর ভাঙচুর চালান। এসময় টি গাড়ি ভাঙেন তিনি ও তার লোকজন এবং এই স্ট্যান্ডের সাংগঠনিক সম্পাক সাহেল আহমদকে শ্রমিককে মারধর করে আহত করেন তারা। সালেহ আহমদ এখন হাসপাতালে চিকিৎসাধিন।
এ ঘটনার পরপরই সকাল সাড়ে ১১টায় চৌহাট্টা এলাকায় সিভিল সার্জন অফিসের সামনে রাস্তায় গাড়ি রেখে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তারা প্রায় ১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখলে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বললে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। পরে মেয়রের বিরুদ্ধে নানা স্লোগান দেন শ্রমিকরা।
এ ব্যাপারে সিটি মেয়র আরিফুল চৌধুরীর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া দুপুর দেড়টায় সিলেটভিউ২৪-কে বলেন, রাস্তা পরিষ্কার নিয়ে চৌহাট্টায় মেয়রের সাথে গাড়ি শ্রমিকদের ঝামেলা হয়েছে। এসময় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আবারও ১টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করলে আবারও পুলিশ ঘটনাস্থালে আসে এবং তাদের সান্তনা দিয়ে স্ট্যান্ডের কার্যালয়ে ফেরত পাঠানো হয়।
Leave a Reply