চা শ্রমিক ডটকম,সারেজমিন প্রতিবেদনঃ আজ১৫ই মার্চ রবিবার বেলা ১১.৩০ ঘঠিকায় মিরতিংগা চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়(১)শ্রেণী কক্ষে আনুষ্টানিক ভাবে বিতরন করা হয়।
বিদ্যালয়টির ৪র্থ,৫ম শ্রেনীর ১৮ জন এবং পার্শ্ববর্তী চাউতলী ডিভিশনের আরেকটি স্কুলের ১৪ জন, মোট ৩২ জন ছাত্র/ছাত্রীদের মধ্যে ১টি স্কুল ব্যাগ,১টি রিচার্জেবল টেবিল ল্যাম্প,১টি জ্যামিতি বক্স,৮টি বলপেন,৬টি লেখার খাতা,৬টি পেন্সিল, ১টি রাবার,১টি ষ্টিলের স্কেল,১ টি রাইটিং বোর্ড।
উপকরন বিতরন কালে সে সময় উপস্থিত ছিলেন মিরতিংগা চা বাগানের সহ-ব্যাবস্থাপক রেজাউল হায়াত (ইমন) ১ নং রহিমপুর ইউনিয়নের ইউপি সদস্য ধনা বাউরী,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাসুদ মিয়া, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি প্রদিপ নুনিয়া, প্রধান শিক্ষক সুজিত কুমার দেবনাথ, সহকারী শিক্ষক শাগিরা কামালী,শিউলী রানী দেবী, কারিতাস সক্ষমতা প্রকল্পের শ্রীমঙ্গল উপজেলা শাখার জুনিয়র প্রোগ্রাম অফিসার, মোখলেসুর রহমান, ফ্রিল্ড এনিমেটর লছমি নারায়ন রায়, চা শ্রমিক ডটকমের পরিচালক মোঃ ফারুক আহমদ সহ প্রমুখ।
Leave a Reply