চা শ্রমিক ডটকমঃ চিকনাগুল ইউনিয়ন ছাত্র সংঘ কর্তৃক আজ রবিবার ১৫/০৩/২০২০ই তারিখ চিকনাগুল ছাত্র যুব সংঘ কর্তৃক আয়োজিত সকল ছাত্র সমাজ যুব সমাজসহ আজকে দুপুর ১২ঃ৩০ মিনিটে শুরু হয় এক বিশাল মানব বন্ধন।
সকল ছাত্রদের এক দফা এক দাবী- সিলেট তামাবিল মহাসড়কে ছাত্রছাত্রীদের হাফ ভাড়া নিশ্চিত করার লক্ষে আজকের আয়োজিত মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথি হিসাবে ছিলেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন -বিশিষ্ট সমাজসেবী মুরুব্বি জনাব সারোয়ার রহিম চৌধুরী (তুলাই), ৬নং চিকনাগুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রহমত আলী, সিলেট মহানগর তথ্য প্রযুক্তি লীগের সভাপতি, চা শ্রমিক ডটকম স্টাফ রিপোর্টার সাংবাদিক মোহাম্মদ হানিফ হোসেন, জৈন্তাপুর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মনির আহমদ সৈকত, সহ সভাপতি আব্দুল মালিক আমন, যুগ্ম সম্পাদক আখলাকুর রহমান জনি,জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা আয়াতুল্লাহ আল রাফি, ৬নং চিকনাগুল ছাত্রদলের সভাপতি ইমরান আহমদ, ছাত্রদলের অন্যতম নেতা বাপ্পু আহমদ।
আজকের মানব বন্ধন বিভিন্ন কলেজের শিক্ষার্থী হযরত শাহজালাল (রহ) ডিগ্রি কলেজ,সিলেট সরকারি কলেজ, এম সি কলেজ,জৈন্তায় ডিগ্রি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যারা এই জৈন্তাপুর সন্তান।
সকল ছাত্র সমাজের সবাই বলে যদি ঢাকা,চিটাগাং,বিভিন্ন শহরে ছাত্র ছাত্রীদের হাফ ভাড়া চালু কিন্তু সিলেট তামাবিল রোডের ফুলভাড়া দিতে হয় কেন জানতে পারি সিলেট জেলা প্রশাসন, জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও জৈন্তাপুর ১৭ পরগনার মুরুব্বী মহোদয়দের কাছে আমরা কি পাবো না আমাদের ন্যায্য দাবি।
এক দফা এক দাবী হাফ ভাড়া হাফ আমাদের দাবী আমাদের দাবী মানতে হবে মেনে নেও চলবেই চলবে এই সংগ্রহ চলবে।
Leave a Reply