চা শ্রমিক ডটকমঃ অাজ ১৬ ই মার্চ সোমবার চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের দরগাবিল ডিভিশনে পুকুর থেকে মংলু মুন্ডা (৪৫) নামের এক চা শ্রমিকের মরা দেহ উদ্ধার করা হয়েছে।
অাজ সকাল ৮ টায় সুমন মুন্ডা নিজের গরু নিয়ে মাঠে নেওয়ার সময় মংলু মুন্ডার মরা দেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। দেখার সাথে সাথেই স্থায়ীয় ২ নং অাহম্মাদাবাদের ৯ নং ওয়ার্ডের মেম্বার নটবর রুদ্রপাল কে ঘটনাটি জানান। পরবর্তিতে লোকজনের মাঝে ঘটনার খবর জানা জানি হলে চা বাগানের নিহত মংলুকে দেখতে শ্রমিকরা ভীড় জমায়।
সকাল ১১ টায় চুনারুঘাট থানার পুলিশ নিহত মংলু মুন্ডার লাশ উদ্ধার করেন এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার এস অাই মো: মলাই মিয়া, সুরুপ চন্দ্র, অাদিল। ১২ টা ২০ মিনিটে লাশটি ময়না তদন্তে পেরণ করা হয়।
মংলু মুন্ডার পরিবারে সদস্য সংখ্যা ৪ জন, এর মধ্যে তার স্ত্রী সৌদিতে ৬ মাস অাগেই চলে গেছে ২ সন্তান অাছে ১ জন (৯) মামার বাড়িতে থাকেন, অপরজন (৫) বাবার সাথে থাকে। ঘরের অাত্মীয় স্বজনরা জানান মংলু মুন্ডা অনেকদিন ধরেই মৃগি রোগে অাক্রান্ত ছিল এবং এর জন্যই মারা গেছে। অাগেও অনেকবার রাস্তাঘাটে এ রোগের কারণে পড়ে থাকতে দেখা যায়। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখন ও জানা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে । ময়না তদন্তের রিপোর্ট অাসলেই নিহত মংলু মুন্ডার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Leave a Reply