চা শ্রমিক ডটকমঃঅাজ চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান নালুয়া উচ্চ বিদ্যালয়ে ঘরোয়া পরিবেশে জাতির জনক বাংলার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম মুজিব বর্ষ পালন করা হয়। বিশ্ব কাপানো রোগ নোভেল করোনা ভাইরাসের কারণে সারাদেশের অনুষ্ঠান স্থগিত করায় বিদ্যালয়ের অাঙ্গিনায় ঘরোয়া পরিবেশে ২০ মিনিটেই মুজিব বর্ষ পালন করেন নালুয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এসময় উপস্থিত ছিলেন ২ নং অাহম্মাদাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার – মাখন গোস্বামী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক – বিকাশ মুন্ডা, চা শ্রমিক ডটকম এর সাংগঠনিক সম্পাদক – সাংবাদিক লিটন মুন্ডা, সহকারী শিক্ষক – জয়দেব ভূমিজ, অভি মুন্ডা, সুরেশ মুন্ডা, বিষ্ণু মুন্ডা সহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা। বিদ্যালয়ের অায়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়। প্রধান শিক্ষক বিকাশ মুন্ডা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে সংক্ষিপ্ত অালোচনা করেন। সহকারী শিক্ষক অভি মুন্ডা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য নোভের করোনা ভাইরাস লক্ষ্মণ ও প্রতিরোধ এর সম্পর্ক সচেতনমূলক বক্তব্য তুলে ধরেন এবং সহকারী জয়দেব ভূমিজ বিদ্যালয়ের ছুটির নোটিশ পাঠ করেন ।
Leave a Reply