চা শ্রমিক ডটকমঃআজ ২০মার্চ শুক্রবার সকাল ৯টার দিকে নারী চা শ্রমিকদের করোনাভাইরাস সচেতনা মূলক নারী চা শ্রমিকদের মাঝে বিতরণ করে ভুড়ভুড়িয়া ইংয়া স্টার সমাজ উন্নয়ন সংগটন ।
ভুড়ভুড়িয়া ইংয়া স্টার সমাজ উন্নয়ন সংগটন
সভাপতি রিপন মৃধা
জানান, এমনিতেই নারী চা শ্রমিকরা স্বাস্থ্য অসচেতন। তারার নিজেদের নানা স্বাস্থ্য সমস্যা হলেও মুখ খুলে এ সমস্যার কথা কারো কাছে ব্যক্ত করে না। তারা সকাল ৮টায় চা প্লান্টেশন এলাকায় কাজে যায় আর সারাদিন সারাদিন ঝুঁকিপূর্ণ প্লান্টেশন এলাকায় কাজ করে বিকেলে ঘরে ফিরে। সম্প্রতি সারা বিশ্বে ছোঁয়াছে মরণব্যাধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দুই লক্ষাধিক মানুষ। এ অবস্থায় অনগ্রসর নারী চা শ্রমিকদের করোনাভাইরাস সচেতন করতে কাজের সময় তাদেরকে মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়।
নারী চা শ্রমিকদের মাঝে বিতরণ করে ভুড়ভুড়িয়া ইংয়া স্টার সমাজ উন্নয়ন সংগঠনে
সদস্যরা নিজেরা চাঁদা তুলে ১৫০ মাস্ক কিনে শুক্রবার ভুড়ভুড়িয়া চা বাগানের ১৫০ নারীর মাঝে মাস্ক বিতরণ করেছে। পর্যায়ক্রমে এ মাস্ক বিতরণ করা হবে বাকি নারী চা শ্রমিকদের মাঝেও।
শুকবার সকালে ভুড়ভুড়িয়া চা বাগানের একটি প্লান্টেশন এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫০ নারী চা শ্রমিকের মাঝে মাস্ত বিতরণ করেন ভুড়ভুড়িয়া চা বাগানের বিদুৎ পাল রূপচান দোষাদ ,
ভুড়ভুড়িয়া ইংয়া স্টার সভাপতি রিপন মেধা সাধারণ সম্পাদক রাজু রিকিয়াশন , সদস্য আকাশ দোষাদ , আকাশ, কান্ত, গবিন্দা , দশরথ, প্রদিপ, গৌতম, আর প্রমুখ। এসময় উপস্থিত নারী চা শ্রমিকদের করোনাভাইরাস প্রতিরোধে প্রাথমিকভাবে কি কি করনীয় সে সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন
ভুড়ভুড়িয়া ইংয়া স্টার সমাজ উন্নয়ন সংগঠন সভাপতি রিপন মৃধা ভুড়ভুড়িয়া ইংয়া স্টার সমাজ উন্নয়ন সংগঠন পরিষদের সদস্যরা।
Leave a Reply