চা শ্রমিক ডটকমঃ- একটি শোক সংবাদ সিলেটের জৈন্তাপুর, চিকনাগুল ইউ,পি ৫নং ওয়ার্ডের রামেশ্বর ব্রিজের নিচে আজ ২৩/০৩/২০২০ তারিখে সকাল ৯-ঘটিকার সময় এক মহিলার লাশ পাওয়া গিয়াছে।
এলাকার লোকেদের কাছে জিঙ্গেসাবাদ করলে জানান যে, এই মহিলাটি ছিল পাগল,
গত ১০-১২দিন ধরে এই মহিলা এখানে চিকনাগুল ইউনিয়ন ৫নং ওয়ার্ডের রামেশ্বর ব্রিজের আশেপাশে থাকতেন এলাকার হিন্দু ধর্মের ভাই – বোনরা খাবার দিত তাই খেয়ে আবার ব্রিজের নিচে থাকতো।
গতকাল রাতে মারা যায় পরে চিকনাগুল ইউ.পি ৫নং ওয়ার্ডের মেম্বার জনাব ফখরুল সাহেব জৈন্তাপুর মডেল থানার কর্মরত জানান, পরে থানা পুলিশ আসার পর সম্পূর্ণ উপরোক্ত কথোপকথন জানান।
যেহেতু পাগলী মহিলার কোন পরিচয় পাওয়া যায় নি, পরে ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ ও ওয়ার্ড মেম্বার ফখরুল ও থানা পুলিশ কর্মরতা ২জন গ্রাম পুলিশ দিয়ে সিলেটের দাদাপরীর স্হানে সরকারি আনজুমান সংস্থার মাধ্যমে দাফন কাফনের ব্যবস্থা করা হয়।
যদি আপনারা কেউ চিনে থাকেন জরুরি ভাবে জৈন্তাপুর উপজেলা থানার কর্মরতার সাথে যোগাযোগ করুন দয়া করে। জৈন্তাপুর থানাঃ- 0131495341
Leave a Reply