চা শ্রমিক ডটকমঃ- বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশ দূর্দিন অতিক্রম করছে। চীনে সৃষ্টি হওয়া ‘করোনাভাইরাস’ পরিণত হয়েছে মহামারিতে। চীন থেকে একে একে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।
বাংলাদেশে এর প্রভাব পড়েছে অনেক। দিনে দিনে বাড়ছে ‘করোনা’ ভাইরাসে আক্রান্ত কোভিড-১৯ আক্রান্ত রোগী। সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। যার ফলে বিপাকে পড়তে যাচ্ছে দিনমজুর মানুষেরা।
এমন মহূর্তে, নিজ উদ্যোগে সিলেটের ২৭টি ওয়ার্ডের প্রায় সাড়ে ৩শত অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। আজ মঙ্গলবার লকডাউনের পূর্বেই প্রথম ধাপে পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে সিলেটের অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয় চাল, ডাল, পেয়াজ, তেল, সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মুহূর্তে জাতীয় ক্রান্তিলগ্নে কঠিন সময় যাচ্ছে সর্ব শ্রেণির মানুষের। বিশেষ করে আমার দেশের দিনমজুর ও খেটে খাওয়া পরিবার সমূহ। এমতাবস্থায়, তাদের যেন বাইরে বের হতে না হয় এবং খাদ্যাভাব দেখা না দেয় তাই আমার এই উদ্যোগ।
আমরা যারা সচ্ছল রয়েছি, সবাই পাশে দাঁড়াই এই অসহায় মানুষের। দেশের এই দূর্যোগ মুহূর্তে কষ্ট ভাগাভাগি করে নেই। সবাই সচেতন ও সতর্কতা অবলম্বন করি এই মহামারিতে। আমাদের সচেতনতা, ইনশাআল্লাহ রুখে দিবে এই দূর্যোগ।
Leave a Reply