চা শ্রমিক ডটকমঃআজ ২৭শে মার্চ শুক্রবার সকালে করোনাভাইরাসে সতর্কতা মূলক সামাজিক দুরত্ব বজায় রাখতে সমসেরনগর চা বাগানের বাগান পঞ্চায়েত, শ্রমিক, যুবক,ছাত্র সমাজের উদ্দ্যেগে বাগান ব্যাবস্থাপকের সহিত আলোচনার মাধ্যমে চা বাগানটি সহ ফাঁড়ী বাগান বন্ধের ঘোষনা দেওয়া হয়েছে।
বন্ধ কালীন সময়ে শ্রমিকের রেশন,বেতন দেওয়া হবে বলে চা শ্রমিক ডটকমকে জানিয়েছেন বাগান পঞ্চায়েতের সভাপতি নিপেন্দ্র বাউরী।
তিনি আরও বলেন সামাজিক দুরত্ব বজায় রাখার কথা বল্লেো ২৫০-৩০০ শ্রমিক একত্রিক কাজ করলে দুরত্ব বজায় রাখা সম্ভব নয়।
উল্লেখ্য১০ সরকারের সাধারন ছুটির ঘোষনা হলেও বাগানগুলিতে কোন ছুটি কার্যকর হয়নি।
Leave a Reply