চা শ্রমিক ডটকমঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও লোকসমাগম কমাতে চা বাগানের সকল দেশীয় মদের দোকান গুলো সরকারের নির্দেশনা অনুযায়ী অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তার পরেও ভুড়ভুড়িয়া চা বাগানে সরকারি আইন অমান্য করে অদ্য ২৭ মার্চ (শুক্রবার) বিকেল ৪:৩০ ঘটিকায় অবৈধ ভাবে মদের দোকান খোলা রাখার অভিযোগ ওঠে । বিষয়টি এলাকার কিছু সচেতন যুবকের কানে পৌছালে তারা সাথে সাথে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই হাফিজুর রহমান এর নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পরে মদের দোকানের ম্যানেজার অপূর্ব দেব’কে তারা পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান এলাকার কিছু ছেলে মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানালে আমি ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠাই এবং সেখান থেকে মদের দোকানের ম্যানেজার অপূর্ব দেব নামে এক ব্যক্তি কে আটক করে থানায় নিয়ে আসি।
Leave a Reply