চা শ্রমিক ডটকমঃকরোনা ভাইরাস এ যেন বিশ্বের মানুষের কাছে এক আতঙ্কের নাম দিন দিন এই ভাইরাস দেশে বিদেশে মূহুর্তে ছড়িয়ে পরছে এই ভাইরাসের কোন ঔষধ না থাকায় দেশে দেশে চলছে লকডাউন বাংলাদেশও তার ব্যতিক্রম নয় গত মাস থেকে বাংলাদেশ লকডাউন হয়ে পড়ায় এবং সাধারণ মানুষের কাজকর্ম না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাই সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ এরিধারাবাহিকতায় লাক্কাতুরা চা বাগানে সিলেট সদর উপজেলার সহযোগিতায় এবং ৬ নং টুকের বাজার ৮ নং ওয়ার্ড মেম্বার রন বাহাদুর জুটের মাধ্যমে ১০ কেজি করে চাল হতদরিদ্র ২০০ চা শ্রমিক পরিবারকে বিতরন করা হয় কিন্তু সুধুমাত্র চাল দেওয়াতে অনেক চা শ্রমিক অসন্তোষ প্রকাশ করে বলেন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই চাল,ডাল,তেল সহ সরকার শহরের লোকদের খাদ্য সামগ্রী বিতরন করে, আমরা চা শ্রমিক সুধু কি চাল পাওয়ার যোগ্য এবং চা বাগানের সবাই গরিব তাই ২০০ জন পেলেও বাকিরা কি দুষ করেছে এমন প্রশ্নও উঠে এসেছে যারা এই সুবিধা পাইনি তাদের মাঝ থেকে, চা শ্রমিক ডটকম এক চা শ্রমিক নাম প্রকাশে অনিচ্ছুক তাকে জিজ্ঞেসাবাদে সরকারের কাছে তার চাওয়া জানতে চাইলে তিনি বলেন সরকার বেসরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখলেও বিভিন্ন চা কোম্পানির মালিক চা বাগান খোলা রেখেছে আমরা অনেক ঝুকিতে চা বাগানের কাজ করে যাচ্ছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবার জেলাপ্রশাসক মহোদয় ের সাথে কথা বললেও চা শ্রমিকদের কাজ বন্ধ নিয়ে কোন কথা বলেনি তাই আমরা প্রতিদিন করোনা ভাইরাস এর আতঙ্ক নিয়ে কাজ করে থাকি এদিকে চা বাগানে চিকিৎসা ব্যাবস্থা তেমন উন্নত না থাকায় আমরা নানা রোগে আক্রান্ত হয়ে দূর্বল হয়ে পরি সর্বশেষ সরকারের কাছে চাওয়া আমরা যারা বাগানে থাকি সবাই নিম্নবিত্ত এভাবে ২০০ জন লোককে সাহায্য দিয়ে বাকিদের যেন মন খারাপ করা না হয়, এজন্য সরকার যদি সাহায্য দিতে হয় তাহলে চা বাগানের সকল শ্রমিকদের এই ধরনের খাদ্য সামগ্রী প্রদান করা হয় ।
Leave a Reply