মনিপুর চা বাগানে মানববন্ধন অনুষ্ঠিত।

শোভন রায় দ্বীপ্ত
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ১৫৬৩ Time View

চা শ্রমিক ডটকমঃ আজ ১১ই এপ্রিল সকালে মনিপুর চা বাগান বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকা সামাজিক দুরত্ব বজায় রেখে ১০ মিনিটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন। মনিপুর চা বাগানের সভাপতি মধু মৃধা। সাবেক সভাপতি সুভাষ কর্মকার। স্টাফ হিসেবে উপস্থিত থাকেন হেড সুপার ভাইজার শ্রী নির্মল বাবু। ফ্যাক্টরী সুপার ভাইজার জিতেন্দ্র বাবু। রাবার সুপার ভাইজার অমৃত বাবু। মৌরাপুর ফাড়ি চা বাগানের মুরব্বি হিসেবে উপস্থিত থাকেন শ্রী মিঠু কর্মকার। নির্মল কুমি। বাবুল কুর্মী । আরও উপস্থিতি থাকেন বাগানের গন মান্য বেক্তি বর্গ। মনিপুর ও মৌরাপুর চা বাগানের সভাপতির বক্তব্য রাখানে এই মহামারী নভেল করোনা ভাইরাস প্রতিরোধে মনিপুর ও মৌরাপুর চা বাগানের শ্রমিকদের ছুটি হাজিরা রেশন এবং ত্রাণ এর সুযোগ করে দেওয়ার অনুরুধ করেন।। ফ্যাক্টরী সুপার ভাইজার শ্রী জিতেন্দ্র দেবনাথ। এই মহারারি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য চা শ্রমিকে দের বাড়িতে থাকা অত্যন্ত জরুরী। আমরা স্টাফ রা এখন নিজের জিবনের ঝুকি নিয়ে নিজ নিজ কর্মস্তলে দাড়িয়ে আছি আমরাও বাঁচতে চাই।

এবিষয়ে লংলা ভ্যালীর সভাপতি শহিদুল ইসলাম চা শ্রমিক ডটকমে জানিয়েছেন মনিপুর সহ ভ্যালীর সবগুলি চা বাগানে একযোগে করোনাভাইরাস ঝুঁকিতে স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে  সকলেই আতংকিত হয়ে কাজে যাচ্ছে দেশের এহেন ঝুকিপূর্ণ সময়ে সকলেই বাড়ীতে হোম কোয়ারেন্টানে সরকারি নিদেশে রয়েছে আর চা শ্রমিকরা কাজে যেতে হচ্ছে।  পরিস্থিতি বিবেচনা করে এখনেই চা বাগানে স্ব মজুরীতে ছুটি প্রত্যাশা করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category