চা শ্রমিক ডটকমঃ “নোভেল করোনা ভাইরাস ১৯,, চীন থেকে শুরু করে এখন সারা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। ছাড় পাই নাই অামাদের সোনার বাংলাদেশ। বাঙ্গালিদের ঐতিহ্য বাহী জমকালো উৎসব প্রহেলা বৈশাখ ও অাজকে নত শিকার করেছে এই ভয়ংকর ভাইরাসের কাছে।
প্রহেলা বৈশাখে বাংলাদেশের অাজকে করোনা ভাইরাসের পরিস্থিতি – ২৪ ঘন্টায় বাংলাদেশে ১৯০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য ৭ জনের মৃত্যু সহ মোট ৪৬ জন, অাক্রান্ত ২০৯ জনসহ মোট১০১২ জন, সুস্থ ০ জন সহ মোট ৪২ জন,
পহেলা বৈশাখে বিশ্বজুড়ে প্রাণহানি সংখ্যা – যুক্তরাষ্ট্র ২৩৬৪০ জন, ইতালি ২০৪৬৫ জন, ইতালি ২০৪৬৫ জন, স্পেন ১৭৭৫৬ জন, ফ্রান্স ১৪৯৬৭ জন, যুক্তরাজ্য ১১৩২৯ জন, ইরান ৪৫৮৫ জন, বেলজিয়াম ৩৯০৩ জন, চীন ৩৩৪১ জন, জার্মানি ৩১৯৪ জন, নেদারল্যান্ড ২৮২৩ জন, তুরস্ক ১২৯৬ জন, ব্রাজিল ১৩৫৫ জন, সুইজারল্যান্ড ১১৩৮ জন, সুইডেন ৯১৯ জন, কানাডা ৭৮৩ জন, পর্তুগাল ৫৩৫ জন, ইন্দোনেশিয়া ৩৯৯ জন, ভারত ৩৫৮ জন, ডেনমার্ক ২৮৫ জন, দ: কোরিয়া – ২১৭ জন, মিশর ১৬৪ জন, রাশিয়া ১৪৮, জাপান ১২৩ জন, ইসরাইল ১১৩ জন, পাকিস্তান ৯৩ জন, মালয়েশিয়া ৭৭ জন, অস্ট্রেলিয়া ৬১ জন, সৌদিআরব ৬৫ জন।
Leave a Reply