চা শ্রমিক ডটকমঃ- করোনার এই সংকটময় সময়ে অসহায় গরীবদের মাঝে খাদ্য সহায়তা ও ঘরবন্দি অসুস্থদের চিকিৎসা সেবা দেওয়ার এর এবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করছেন সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
অপারেশন, থ্যালাসেমিয়া ও কিডনি ডায়ালাইসিসসহ বিভিন্ন রোগে আক্রান্তদের সহযোগিতা এবং মুজিব জাহান রেডক্রিসেন্টের অনুরোধে দুদিনব্যাপী এই রক্তদান কর্মসূচির আয়োজন করছেন তিনি। আগামী শনিবার সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ মুজিব জাহান রেডক্রিসেন্টে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। পরদিন রবিবার সকাল থেকে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, ‘দেশের বর্তমান কঠিন পরিস্থিতিতে চারিদিকে যখন করোনা ভাইরাসের আতঙ্ক, তখন বিভাগীয় শহর সিলেট প্রায় ফাঁকা। বেশিরভাগ রক্তদাতা এখন বাড়িতে অবস্থান করছেন। অনেকেই ভয়ে ঘর থেকেও বের হচ্ছেন না। তাই যেসব রোগীর রক্তের প্রয়োজন তারা পড়েছেন বিপাকে। এসব রোগীদের কথা চিন্তা করে এবং মুজিব জাহান রেডক্রিসেন্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. আবু সালেহ খানের অনুরোধে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে কিছুটা হলেও রক্তের চাহিদা মেটানো সম্ভব হবে।’
এই দু:সময়ে প্রত্যেক সুস্থ নাগরিককে (যারা রক্ত দিতে সক্ষম) স্বেচ্ছায় রক্ত দেওয়ার অনুরোধ জানিয়েছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
Leave a Reply