চা শ্রমিক ডটকমঃ- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নির্দেশে সিলেট সিভিল সার্জন অফিস করোনা বিষয়ক স্বাস্থ্য সেবা দিতে ‘হটলাইন’ চালু করার পর ব্যাপক সাড়া পাওয়া গেছে। দুইটি নাম্বারে সংকুলান না হওয়াতে পররাষ্ট্রমন্ত্রী নির্দেশে এবার এলাকা ভিত্তিক ২০টি নাম্বার চালু করা হয়েছে।
বৃহস্পতিবার সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল দৈনিকসিলেটডটকমকে এ তথ্য জানিয়েছেন।
‘হটলাইন’ নাম্বারগুলো হলো: সিলেট সদর:০১৭১১৯৪৭১৩৬, দক্ষিণ সুরমা: ০১৭৩০৩২৪৮৭৯, বিশ্বনাথ:০১৭৩০৩২৪৭৫১, বালাগঞ্জ:০১৭৩০৩২৪৭৪৯, ফেঞ্চুগঞ্জ: ০১৭৩০৩২৪৭৫৩ গোলাপগঞ্জ: ০১৭৩০৩২৪৭৫৪ বিয়ানীবাজার: ০১৭৩০৩২৪৭৫০ জকিগঞ্জ:০১৭৩০৩২৪৭৫৮ কানাইঘাট:০১৭৩০৩২৪৭৫৭ গোয়াইঘাট: ০১৭৩০৩২৪৭৫৫ জৈন্তাপুর:০১৭৩০৩২৪৭৫৬ কোম্পানীগঞ্জ:০১৭৩০৩২৪৭৫৫ খাদিমপাড়া ৩১ শয্যা হাসপাতাল: ০১৭১১৫৮৯৯৩৬ কুষ্টহাসপাতাল: ০১৭৮৭৬২১৯২৯ সিভিল সার্জন হাসপাতাল :০১৭১৭৭৩৭৫৮৫,০১৭১২২১৯৬৪৪,০১৭১১৪৪০৬০৯,০১৫১৭১৬৩২৩৯
এবং শহীদ সামসুদ্দীন আহমদ হাসপাতাল:০১৭১৩২৩২৭৩,০১৭১৪১৬৪৬৫৫৫
Leave a Reply