চা শ্রমিক ডটকমঃ হবিগন্জের লস্করপুর ভ্যালীর অন্তর্গত চন্ডিছড়া চা বাগানে অাবাস তন্তুবায় ( ৫) এবং অভিষেক তন্তুবায় ( ২২) নামে প্রথম ২ চা শ্রমিক সন্তান বিশ্বকাপানো করোনাভাইরাসে অাক্রান্ত হয়েছে ।
চুনারুঘাট উপজেলায় গত ২৪ ঘন্টায় ৪ জনের মধ্য করোনা ভাইরাস শনাক্ত করা হয় এর মধ্য চন্ডিছড়া চা বাগানের ৫ বছরের ক্যান্সারে অাক্রান্ত রোগী অাবাস তন্তুবায় এবং শিশুর সংস্পর্শে থাকা ২২ বছরের যুবক চাচাতো ভাই অভিষেক তন্তুবায়। ক্যান্সারের চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে তারা করোনার কবলে পড়েছিলেন। অপর দিগে বাকি ২ জনের মধ্যে ১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকাল অফিসার ডঃ দুলন চন্দ্র দেব ও ঐ কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মাসুক মিয়া লস্কর। এ দুজনের অাক্রান্তের হিষ্ট্রি পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে অাগত কোন করোনা পজেটিভ রোগীকে সেবা প্রদান করে ছিলেন।
ডাক্তার দুলন চন্দ্র দেব বাহুবল উপজেলার বাসিন্দা আর মাসুক মিয়া লস্কর চুনারুঘাট উপজেলার বাসিন্দা।
পুরো উপজেলাসহ লস্করপুর ভ্যালী প্রতিটি চা বাগানেই অাতঙ্গিত হাজারো চা শ্রমিকরা। চা বাগান গুলো লকডাউন না দেওয়া হলে করোনা ভাইরাস চা বাগানে ছড়িয়ে পড়বে বলে মনে করেন চা শ্রমিকরা। অামু, নালুয়া, চান্দঁপুর, রামগঙ্গা চা বাগানে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে। বহিরাগতদেন অাগতে সম্পূর্ণ নিষেধ দেওয়া হয়েছে।।
Leave a Reply