শ্রীমঙ্গলে চা বাগানের শিক্ষার্থী করোনায় আক্রান্ত।

রাজেশ ভৌমিক ভুড়ভুড়িয়া চা বাগান প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ২৪৪৮ Time View

চা শ্রমিক ডটকমঃ বালিশিরা ভ্যালীর ফুলছড়া চা বাগানের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২৬) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা করার পর তার রিপোর্ট পজিটিভ আসে। এর আগে গত ২৩ এপ্রিল রোগীর নমুনা স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।

শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, যিনি করোনায় আক্রান্ত হয়েছেন তিনি একজন ঢাকা ফেরত শীক্ষার্থী ও শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগানের বাসিন্দা। এছাড়া তিনি গত ২২ এপ্রিল ঢাকার যাত্রাবাড়ী থেকে শ্রীমঙ্গল এসেছেন এবং হোম কোয়ারেন্টিনে ছিলেন।

শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, আমরা আক্রান্ত রোগীর বাসায় পৌঁছেছি, রোগী বাসাতেই আছেন। প্রাথমিকভাবে আক্রান্ত রোগীর বাসা লকডাউন করা হবে পরবর্তীতে প্রয়োজন হলে পুরো বাগান লকডাউন করা হবে।

এর আগে গত ২৪ এপ্রিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তিনি শহরের একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা। তিনি বর্তমানে বাসাতেই আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category