চা শ্রমিক ডটকমঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই করোনায় আক্রান্ত রোগীরকে সামাজিক দুরত্ব বজায় রেখে আর্থিক সহায়তা ও পুষ্টিকর খাবার প্রদান করা হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর নির্দেশনায় তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা ও পুষ্টিকর খাবার প্রদান করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। জেলা প্রশাসকের নির্দেশনা মতে আজ ২৯ এপ্রিল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম তিনি নিজেই তাদের বাসায় গিয়ে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, সেনাবাহিনীর ক্যাপ্টেন তারেক সালমান, শ্রীমঙ্গল থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. মোখলেসুর রহমান লস্কর সহ পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন সদস্যবৃন্দ।
Leave a Reply