চা শ্রমিক ডটকমঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯টি চা বাগানের ৫০০জন চা শ্রমিকদের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে উপজেলার কালিঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কোভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চা শ্রমিক পরিবারের মাঝে জি আর চাল বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে,
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মামুন, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান জুয়েল, ৮নং কালিঘাট ইউ.পি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা সহ ৮নং কালিঘাট ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের সদস্য বৃন্দ প্রমুখ।
Leave a Reply