লাক্কাতুরা চা বাগানে পালিত হলো নবোদূর্গা পূজা ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৯৭৬ Time View

চা শ্রমিক ডটকম,বিক্রম রায়, লাক্কাতুরা প্রতিনিধিঃঐতিহ্যের ছোঁয়ায় সেজেছে মন্ডপ নবদূর্গার বিশেষ রুপে সেজেছে লাক্কাতুরা চা বাগানের পূজা মন্ডপ প্রতিবছর যাত্রা পালা এসব খাতে ব্যায় হতো লক্ষ লক্ষ টাকা ২০১৮ সালে একঝাঁক উদীয়মান তরুন ছাত্র ও সচেতন যুবকদের নিয়ে গঠিত হয় লাক্কাতুরা সার্বজনীন পূজা উদযাপন কমিটি এর পরপরই ভিন্ন রকমের আয়োজন শুরু হয় তাই সিলেটের ঐতিহ্য কে তুলে ধরতে আমাদের এমন ভিন্ন আয়োজন সিলেটের ক্রিং ব্রিজ এবং আলি আমজাদের ঘড়ি তৈরী করা হয়েছে সম্পুর্ন ককসিট দিয়ে পূজার সম্পূর্ণ বাজেট ধরা হয়েছিল প্রায় ১০ লক্ষ টাকা চা বাগানের এমন আয়োজন দেখে সবাই অবাক, সবাই মনে করতো চা বাগান মানেই কুসংস্কার ভরা রীতিনীতি কিন্তু বর্তমান কমিটি এভাবে বহাল থাকলে আগামী পূজা অনুষ্ঠান হবে সিলেটের সব পূজা অনুষ্ঠানের থেকে সম্পূর্ণ আলাদা,চা বাগানের মানুষ এখন সচেতন হতে শুরু করেছে শিক্ষা ও সচেতনতার ক্ষেত্রে দিন দিন উন্নত হচ্ছে যা এমন আয়োজন দেখলেই বুঝা যায়।

(সিলেট ভ্যালী হতে প্রকাশিক)

Please Share This Post in Your Social Media

More News Of This Category