মিরতিঙ্গা চা বাগানে শ্রমিক হত্যা দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২০
  • ৮২৪ Time View

চা শ্রমিক ডটকম, সারেজমিন প্রতিবেদনঃ স্বারাদেশের চা বাগান সমুহের মত সামাজিক দুরত্ব বজায় রেখে মনু-দলই ভ্যালীর মিরতিঙ্গা চা বাগানে সকাল ৯.০০ঘঠিকায় পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি প্রদান ও দিবসটির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।

মনু-দলই ভ্যালীর সভাপতিত্বে সন্জয় বাউরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কুলচন্দ্র তাতীঁ,বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক,সমাজকর্মী মাসুদ রানা,ভ্যালীর মাঠকর্মী হরিশংকর তাতীঁ, পঞ্চায়েত সহ সভাপতি কৃষ্টমনি উরাং,সাবেক পঞ্চায়েত সহ- সভাপতি রীতা দাস পানিকা, সহ যুব, ছাত্র সহ সর্বস্তরের চা শ্রমিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category