প্রকৃতি ও মানুষের জন্য গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৯৩৮ Time View

চা শ্রমিক ডটকমঃ- আজ ২২/০৫/২০২০ তারিখে প্রকৃতি ও মানুষের জন্য গ্রুপের পক্ষ থেকে হাবিব নগর চা বাগান পানিছড়া,ও কৃষ্ণগুলের ১০ টি মুসলিম পরিবারের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে কিছু সামগ্রী বিতরণ করা হয়। প্রকৃতি ও মানুষের জন্য গ্রুপের হাবিবনগর ইউনিটের সমন্নয়ক বরুণ ছত্রী,সমন্নয় কমিটির সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ হানিফ হোসেন ও সার্বিক সহযোগিতা করেছেন দীনেশ কুর্মী ও রিপন ছত্রী। উল্লখ্য গত ১৫ মে প্রকৃতি ও মানুষের জন্য গ্রুপের পক্ষথেকে গ্রুপের কেন্দ্রিয় সমন্নয়ক আহমদ সোহেলের নেতৃত্বাধীন একটি প্রিতিনিধি দল এসে হাবিবনগর চা বাগানের ১১০টি পরিবারের মধ্যে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক, ও ব্লিচিং পাওডার বিতরণ করেন।
উক্ত বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় জনাব আহমেদ সোহেল সেনিটাইজার ব্যবহার, সাস্থবিধি মানার কৌশল,নিরাপদ দুরত্ত বজায় ও করোনা মোকাবেলার সচেতনতা মুলক বক্তব্য রাখেন। তিনি সর্বাধিক গুরুত্তারোপ করেন করোনা পরিস্থিতির জন্য যে ব্যকারত্ত সৃষ্টি হবে তা মোকাবেলায় ঘরে ঘরে উতপাদন পদ্ধতিতে মনযোগি হয়ে স্বনির্ভরতা অর্জন করার উপর।
সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ হানিফ হোসেন, বরুণ ছত্রী,…….
প্রকৃতি ও মানুষের জন্য গ্রুপের হাবিবনগর ইউনিট সমন্নয়ক বরুণ ছত্রীর সভাপতিত্বে সভা শেষে সেনিটাজার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category