চা শ্রমিক ডটকমঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বড়থল চা বাগানের প্রেমিক প্রেমিকা যুগল মিলনের কারনে ছেলে পরিবারে তিনজনের কাজ প্রায় ১২ দিন পযন্ত বন্ধ অাছে।
প্রেমিক মিঠুন বাউরী (২৪) চা শ্রমিক ডটকমকে মোবাইল ফোনে জানান তার নিজ চা বাগানের মৃত খোকন কর্মকার মেয়ে সাথে প্রায় আট বছর ধরে প্রেমের সম্পক হয়ে আসে। দুই পরিবার না জানিয়ে গত ২৫ মার্চ তারিখে মৌলভীবাজার কালীবাড়ি মাননীয় নোটারী পাবলিকে দুইজনের ইচ্ছা বিয়ে পিড়িতে আবদ্ধ হয়।
কিন্তু বিয়ের পর দুইজনের সোসাইল মিডিয়ায় ফ্রেইবুকে পোস্ট করার কেন্দ্রকে নিয়ে বড়থল চা বাগানে পঞ্চায়েতের নির্দেশে মিঠুন বাউরী পরিবারের তিনজনের ১৩ তারিখ থেকে প্রায় ১২ দিন পর্যন্ত কাজ বন্ধ করে দেন। যতদিন এর সমাধান হবে তাদের পরিবারে কাজ বন্ধ থাকবে।
এই বারদিন পর্যন্ত কাজ বন্ধ থাকার সঠিক বিচার না পাওয়ায় পরিবারকে নিয়ে খুব কষ্টে দিন যাপন করছে মিঠুনের পরিবার।
চা বাগানে সভাপতি গুলু কর্মকার চা শ্রমিক ডটকম মোবাইল ফোনে বলেন এক চা বাগানের ছেলে মেয়ে দুই জনের ইচ্ছা কালীবাড়ি মন্দিরে বিয়েতে বসে কিন্তু সোসাইল মিডিয়ায় দুইজনের ছবি ও জাতি উল্লেখ্য করে পোস্ট দেওয়ার কারনে মিঠুনের বারে তিন কাজ বন্ধ করা হয়। এর বিচার না হওয়া পর্যন্ত তাদের পরিবারের কাজ বন্ধ থাকবে।
Leave a Reply