চা শ্রমিক ডটকমঃ বিদ্যমান রেমা চা বগানের সমস্যা সমাধানে গত ২২ মে রেমা চা বাগান ও লস্করপুর ভ্যালী ছাত্র- শ্রমিক- জনতার ব্যানারে বাগানের অচলাবস্থা নিরসনে ৯ দফা দাবিতে আগামী ৩১ মে ২০২০ রবিবার হবিগঞ্জ জেলা সদরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষনার পরে রেমা চা বাগান কর্তৃপক্ষ চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর এর সাথে যোগাযোগ করে শ্রমিকদের সাথে বিরোধটি নিষ্পত্তির জন্য প্রস্তাব করেন। তারই প্রেক্ষিতে গত ২৮ মে তারিখে চুনারুঘাট উপজেলা কনফারেন্স হলে রেমা চা বাগান, লস্করপুর ভ্যালী ছাত্র- যুব নেতৃবৃন্দ এবং চা শ্রমিক ইউনিয়ন এর কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধিদের সাথে এক পরামর্শ সভা করেন। শ্রমিক প্রতিনিধিরা ৯ দফা দাবীর যৌক্তিকতা দাবিগুলো তুলে ধরেন। উপজেলা চেয়ারম্যানও বাগান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে উভয় পক্ষকে নিয়ে আগামী ২ জুন মঙ্গলবার সকাল ১০ টায় চুনারুঘাট উপজেলা কনফারেন্স হলে রেমা চা বাগানের চলমান সমস্যা নিরসনে এক সভা আহব্বান করা হয়।
আগামী ২ জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য সভার আলোচনা ও দাবি আদায়ের কৌশল নির্ধারনের জন্য রেমা চা বাগানের চা শ্রমিকের এক পরামর্শ সভা পঞ্চায়েত সভাপতি তনু মুন্ডার সভাপতিত্বে বাগানের ১ নং লাইনে অনুষ্ঠিত হয়।
সকলের পরামর্শক্রমে সমঝোতা সভায় শ্রমিকদের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় শ্রমিক নেতা নৃপেন পাল, রবীন্দ্র গৌড়, উজ্জ্বলা পাইনকা, অনিরোদ্ধ বাড়াইক, পঞ্চায়েত নেতা তনু মুন্ডা, মানিক দাস পাইনকা, ডিগেট বুনার্জী, বারেলাল গোয়ালা, বিমল সবর, সুমন উড়াং, অরুণ দাস পাইনকা, আপন মুন্ডা, সনজিত কৈরি লস্করপুর ভ্যালীর ছাত্র যুব প্রতিনিধি বীরেন কালিন্দী, মুকেশ কর্মকার এবং আইনজীবী প্রতিনিধি অ্যাডভোকেট আবুল হাসানকে নির্ধারন করা হয়।
এরি ধারাবাহিকতায় আগামীকাল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি বহাল রেখে প্রতিনিধিত্বমুল
আগামী ২ জুনের সমঝোতা সভায় শ্রমিকদের দাবি অনাদায়ে রেমা চা বাগান কর্তৃপক্ষের লীজ বাতিলের লক্ষে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য সর্বসম্মতিক্রমে
Leave a Reply