জনদুর্যোগের আঞ্চলিক সড়কের পরিত্রাণ চায় হাবিব নগর চা বাগনের স্থানীয়রা।

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২০
  • ১০৮৩ Time View

চা শ্রমিক ডটকমঃ- হাবিবনগর চা বাগানের কমলা বাড়ি, কৃষ্ণটিলা, পানিছড়া ও কান্দির মানুষের জন্য চলাচলের এটি প্রধান রাস্তা। তামাবিল মেইন রোড সংলগ্ন বাংলো গেইটের সামনে রাস্তার ব্রীজটি বেহাল দশায় পড়ে আছে আজ প্রায় দু বছর। ব্রীজের ওপর দিয়ে প্রতিদিন সি এনজি, মোটরসাইকেলে মানুষজন যাতায়াত করতেন।

কিন্তু গতবারের বৃষ্টির পানিতে ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় সিএনজি, অটোরিকশা বা মোটরসাইকেল সহ মানুষ জনও এখানে যাতায়াত করতে চরম উৎকন্ঠায় পড়েছে। তারওপর এবারের বৃষ্টি আরও ক্ষতি করে চলেছে।

এ বিষয়ে হাবিব নগর চাবাগান পাঞ্চায়িত সুমন কালিন্দী চা শ্রমিক ডটকমকে জানান যে গত দুই বছর ধরে রাস্তার এই পরিস্থিতি ওয়ার্ডের মেম্বার জনাব নেকবর আলীর কোন ভুমিকা নেই।

বাংলাদেশের সর্বত্র এলাকায় উন্নয়নের মহাসড়ক আর ৬নং চিকনাগুল ইউনিয়ন ৩নং ওয়ার্ডে রাস্তা ঘাটের এই করুণ পরিস্থিতি।

এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক  জানায় শুনা গেছে রাস্তার কাজ এসেছিলো কিন্তু তা করায় নি ৩নং ওয়ার্ডের এই মেম্বার জনাব নেকবর আলী অভিযোগ করেন

উপজেলা নির্বাহী অফিসারকে সরেজমিনে পরিদর্শন পূর্বক ব্রীজটি মেরামতের জন্য অনুরোধ জানান এলাকার সচেতন লোকেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category