চা শ্রমিক ডটকমঃ মাধবপুর চা বাগান প্রতিনিধিঃ কমলগঞ্জ উপজেলা মাধবপুর চা বাগান এলাকায় নবগঠিত অন্যায় প্রতিবাদকারী চা ছাত্র যুব পরিষদের প্রচেষ্টায় ৯জুলাই রোজ বৃহস্পতিবার রিদয় করি জন্য আর্থিক সাহায্য ও রোগীর জন্য আর্শীরবাদ, দোয়া চেয়ে বলেন যাতে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে আগের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
অন্যায় প্রতিবাদকারী চা ছাত্র যুব পরিষদের সম্পাদক রাম সিং চাশ্রমিক ডটকমে জানান।চা শ্রমিক ডটকমের হলিছড়া প্রতিনিধি মোঃসিরাজুল ইসলাম, স্বপন কুমার নুনিয়া ও অন্যায় প্রতিবাদকারী চা ছাত্র যুব পরিষদ যথেষ্ট চেষ্টায় রোগীর জন্য সার্বিকতায় সাধ্যানুযায়ী চেষ্টা করেই আসছি। তিনি আরো জানান প্রতিদিন রিদয় করিকে তার বাড়িতে গিয়ে দেখা সাক্ষাৎ অবস্থা দেখে আসেন। ডাক্তার এখনো তার কোনো রোগ ধরতে পরেনি। ভালো ডাক্তার, ওষুধ o+ ব্লাড দরকার।
তাই মানবিক জন্য সকলের কৃপা দৃষ্টি কামনা করছি। আপনার সবারই সহায়তা ছেলেটার জীবন বাঁচতে পারে।
বিঃদ্রঃ সকলের সাহায্যে সহযোগিতার কমনা করি।
রাম সিং ০১৭৯৪-৭৭৭২৫৬ বিকাশ, পার্সোনাল নাম্বার। ০১৭১২-২৯৫২৫৩ মোঃসাগর খানঁ রিদয়
মাধবপুর চা বাগান
Leave a Reply