চা শ্রমিক ডটকম, নিজস্ব প্রতিনিধিঃলোহাইনি চা বাগানে বিপদনাশিনী পুজার প্রসাদ খাওয়াকে কেন্দ্রকরে ২ পরিবারের শিতন মহালী(১০) পিতাঃমৃত ধনম মহালী ও সুমন রবিদাস (৮)পিতাঃমানিক রবিদাস২শিশুর দ্বন্ধে মানিক রবিদাসের পরিবারকে বাগানে স্থানচ্যূত করলেন.বর্বর মধ্যযুগিও হামলায় সাবেক বাগানপঞ্চায়েত প্রার্থীর সদস্যরা মান্ডপ লাইন হতে স্থানান্তর করে বাগানের নির্জন এলাকা সাতঘর লাইনে ভোক্তভোগী পরিবারের কিশোরী সীমা রবিদাস(১৬), শিউলি রবিদাস (১৩) তাদের মা সান্তি রবিদাস যারা হামলায় আহত হয়ে বর্তমানে কুলাউড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে ভুক্তভোগী পরিবার সুত্রে চা শ্রমিক ডটকমে জানিয়েছেন।
হাসপাতালের ইমারজেন্সি বিভাগের দ্বায়িত্বে থাকা বিরেন্দ্র পাল পরিচয়ে মোবাইলে কথা হলে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন আহতদের কাটাঁছেড়া না থাকলেও আঘাতের জখমী হয়েছে বলে জানিয়েছেন।
এবিষয়ে অভিযুক্ত দিলিপ পার্শি চা শ্রমিক ডটকমকে যানান পরিবারটির আচার আচরন ব্যাবহার নিয়ে বাগানের প্রায় সকলের সহিত কমবেশি বিবাদ চলছিল। এরি সুত্রে বাগানের সকলের নারাজির কারনে সকলের মতামতের মাধ্যমে নতুন স্থানে স্থানান্তর করা হয়েছে।
মারামারির বিষয়ে জানতে চাইলে তিনি কোন মারামারি হয়েছে বলে মন্তব্য করেননি তবে অশ্লীল ব্যাবহারের কারনে স্থানীয় মহিলাদের সহিত কথা কাটাকাটি হয়েছে বলে যানান।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য সত্যনারায়ণ নাইডু চা শ্রমিক ডটকমকে বলেন দির্ঘ্যদিন ধরে পরিবারটি ব্যাবহারে ক্ষুদ্ধ হয়ে স্থানান্তরে দাবীতে বাগান বন্ধের ডাক দিলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বর্তমানে তাদের কাচা বাড়ী হতে পাকা বাড়ীতে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাগান ব্যাবস্থাপক মাহমুদ উল্লাহের সহিত চা শ্রমিক ডটকমের কথা হলে তিনি যানান বাগানের চা শ্রমিকেরা পরিবারটির নানা অভিযোগ এনে স্থানান্তরণের দাবীর পেক্ষিতে কাজ বহাল রেখেই নতুন কোয়াটারে দেওয়া হয়েছে বিশৃঙ্খলার আশংকার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ প্রসাশনের সহযোগীতায় স্থানান্তরিতের ব্যাবস্থা নিয়েছেন বলে তিনি যানান।
নাম প্রকাশে অনিচ্ছুা চা শ্রমিক ডটকমে জানিয়েছেন স্থানান্তর প্রকৃয়াটি শান্তিপূর্ণ ভাবে চলমান অবস্থায় চলছিল গত বছর দেডেক পূর্বে বর্তমান সভাপতি পরিবারটির বড় মেয়েকে নিয়ে পালিয়ে নিয়ে সংসার করাতে কিছু মাদকসেবীদের উসকে দেওয়াতে ঘঠনাটি ঘঠেছে।
Leave a Reply