চা শ্রমিক ডটকমঃ উত্তর ভাগ চা বাগানের ফাঁড়ি বড়থল চা বাগান।
বিগত অনেক দিন যাবত ঐ এলাকার মানুষ ভয়ভীত ছিলেন। এই নেকড়ে বাঘ প্রত্যেক দিন এক টা না একটা অঘটন ঘটিয়ে চলেছে। ক্লান্তি লগ্নে এলাকার লোক জন ভাবেন যে এর একটা বিহীত করা দরকার। যেই ডিসিশন সেই কাজ। সবাই লেগে পড়ে এ ভয়ানক প্রাণীটিকে বন্ধি করার প্রচেষ্টা। শেষ মেশ তাদের মাঝে আশার আলো নিয়ে আসে সেই শিকারী পুষা কুকুর টি।এখন অবদি ডিশিসন হয়নি প্রাণী টিকে বন্যপ্রাণী বিভাগে দেওয়া হবে না কি আবার গহিন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।