চা শ্রমিক ডটকমঃ মনিপুর চা বাগান এবং মৌরাপুর ফাঁড়ি মধ্য স্থলে রাস্তা তিন ফুট গভির হয়ে গেছে এতে চলাচলে হুমকির মুখে পড়েছে মনিপুর ও মৌরাপুর চা বাগানে মানুষ। আজ বিগত এক মাস ধরে মানুষ নানা ভুগান্তির মুখে আছে। এলাকার লোক জনদের কাছ থেকে জানা যায় উনারা বলেন যদি দূর্ভাগ্য বসত এক জন মানুষ অসুস্থ হলে তাকে মেডিক্যাল নিয়ে যাওয়া কোন বিকল্প পথ নেই। হাট বাজার করতে পারছে না অত্র দুই বাগানের মানুষ আরও বলেন এই রাস্তা বিগত পনের বছর ধরে সুনে আসছি রাস্তা পাকা হওয়ার কথা কিন্তু আজ পর্যন্ত একটি ইটের ও দেখা মেলেনি আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করতেও বেপক বাধা সৃষ্টি হচ্ছে নানা ভুগান্তির মুখে আমরা চা শ্রমিক। যথাযথ কর্তৃপক্ষের ব্যাবস্থা নেওয়ার আবেদন করেন।