1. farukahmodcha@gmail.com : admin :
  2. mmmfamod@gmail.com : Desk : Desk
  3. chasromiktv@gmail.com : desk two : desk two
  4. chasromiktv2@gmail.com : Desk three : Desk three
  5. zakirhosan68@gmail.com : md hosan : md hosan
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

জুড়ীর ফুলতলাতে ক্রেডিট ইউনিয়নের অফিস উদ্ধোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৮৪৬ Time View

জুড়ীর ফুলতলাতে ক্রেডিট ইউনিয়নের অফিস উদ্ধোধনঃ

চা শ্রমিক ডটকম, জুড়ী ভ্যালী প্রতিনিধিঃ সঞ্জয় চৌহান

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে কারিতাস সক্ষমতা প্রকল্প কৃর্তক ১৫-১২-২০১৫ইং তারিখে ৪বছর মেয়াদী সক্ষমতা প্রকল্পটি জুড়ী উপজেলার ফুলতলা চা বাগান, এলবিনটিলা, খাসিয়াপুঞ্জি এই তিনটি গ্রাম নিয়ে অসহায় মানুষদের আর্থিক ভাবে স্বাভলম্বী করার লক্ষ্য কারিতাস সক্ষমতা প্রকল্প বিভিন্ন ভাবে কাজ করে যায়। কারিতাস সক্ষমতা কৃর্তক গড়া ক্রেডিট ইউনিয়ন গঠন করা হয়। যা প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর সম্পূর্ন দ্বায়িত্ব বুঝিয়ে দেওয়া এলাকার ক্রেডিট ইউনিয়নেরর সভাপতি, ও সদস্যদের মাঝে। আজ নিজ প্রচেষ্টায় এমন এক পর্যায়ে এগিয়ে গেছে। ২৯-০৭-২০২০ইং তারিখে ফুলতলা চা বাগানের ক্রেডিট ইউনিয়নের নতুন অফিস কার্যালয় এর শুভ উদ্ধোধনে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ধোধন করেন কারিতাস সিলেট অঞ্চলের জনাব, প্রকাশ চন্দ্র সরকার, (জেপিও, সক্ষমতা প্রকল্প) উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলতলা চা বাগানের সভাপতি, রবি বুনার্জী, উপস্থিত ছিলেন- কারিতাস প্রকল্পের মাঠকর্মী হিসেবে যারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন- শৈলেন মার্ক তপ্ন (এফএ) ও সজল বড়কুর্মী (এফএ) এবং ফুলতলা ইউপি সদস্যা করুনা ভুমিজ, ক্রেডিট ইউনিয়ন ব্যবস্থাপনা পরিষদের সভাপতি- উমাশংকর গোয়ালা সহ অত্র পরিষদের সকল সদস্য/সদস্যাগন এর উপস্থিতে নতুন অফিস কার্যালয়ের শুভ উদ্ধোধন হয়। ফুলতলা চা বাগানে ক্রেডিট ইউনিয়ন গঠন করা হয়ঃ ০১-০১-২০১৬ইং আজ ২৯-০৭-২০২০ইং বর্তমান বয়স ৪বছর ৭মাস, এই ক্ষুদ্র ঋনদান ক্রেডিট ইউনিয়নের মূলধন প্রায় ১১ লক্ষ্য টাকা। এই পর্যন্ত সদস্য সংখ্যা প্রায় ৩২০ জন। ঋন গ্রহন করে স্বাভলম্বী হয়েছেন প্রায় ২০০জন সদস্য। এই ক্রেডিট ইউনিয়ন দ্বারা এলাকার অসহায় গরিব দুঃখী পরিবার গুলো বিভিন্ন ভাবে ঋন গ্রহন করে স্বাভলম্বী হচ্ছেন ও বিভিন্ন সমাজিক সেবা গ্রহন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Chasromik.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি