১৩ ই অক্টোবর হিন্দুধর্মালম্বীদের লক্ষীপূজা।

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ১০৭৭ Time View

চা শ্রমিক ডটকম,ডেস্ক নিউজঃ১৩ অক্টোবর ২০১৯ইং রবিবার হিন্দুধর্মালম্বীদের  লক্ষীপূজা লক্ষী দেবী হল হিন্দু ধর্মের ধনসম্পদের দেবি। হিন্দুরা ধনসম্পদ,আধ্যাত্মিকা সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের জন্য মা লক্ষ্মী দেবির আরাধনা করে থাকেন। তাঁর অপর নাম মহালক্ষ্মী। জৈন স্মারকগুলিতেও লক্ষ্মীর ছবি দেখা যায়। দেবি লক্ষ্মীর বাহন হল পেঁচা।

কোজাগরী লক্ষ্মী হল এর আরেক নাম, এটি বাঙালি হিন্দুদের জনপ্রিয় একটি উৎসব। লক্ষ্মীর পূজা অধিকাংশ হিন্দুর ঘরেই অনুষ্ঠিত হয়। দুর্গা পূজার ঠিক চার দিন পরে এই কোজাগরী লক্ষ্মী পূজা করা হয়। এছাড়া অনেকেই প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপূজা করে থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category