চা শ্রমিক ডটকমঃ আজ ৪ আগষ্ট ধলাই চা বাগান ও তিলকপুর চা বাগানে দলই চা বাগানের চলমান সংকট নিরসনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বেলা০৩ঘঠিকা হতে কমলগঞ্জ উপজেলা মিলনায়তন কক্ষে সমস্যা সমাধানে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে দলই চ বাগান বেশ কয়েকদিন যাবত বন্ধ থাকায় আলোচনায় ২য় বারেরমত বসেন মালিক পক্ষ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।
উপস্থিত ছিলেন বাঃচঃশ্রঃইঃ সম্পাদক রামভজন কৈরি, সীতারাম বীন,সজল কৈরী, সিলেট ভ্যালি সভাপতি রাজু গোয়ালা,দলই ভ্যালি সভাপতি ধনা বাউরী,কমলগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার, আসিফুল হক, নির্মল পাইনকা,মোহন রুবিদাস প্রমুখ।
আলোচনায় প্রথমে বক্তব্য রাখেন নির্মল পাইনকা তিনি বলেন চা বাগানটি ঠিক মতো পরিচালনা করলে আমাদের সুনাম হবে চা শ্রমিক বেচেঁ থাকার অনুপেরনা পাবে।
সীতারাম বিন বলেন ১৩ দফা যে শ্রম আইন টি কে ব্যবহার করে বাগান বন্ধ করা হয়েছে তা কি আদো গ্রহনযৌগ্য,বাগান খোলা রেখেয় আলোচনা সাপেক্ষে সমাধান করা যেত একটি সযোগ ছিল তা করেনি। বাগান খোলা হোক।
ইউনিয়ন সভাপতি বলেন চা বাগান একটি শিল্প প্রতিষ্ঠান চা শ্রমিক আমাদের মানুষ মালিক পক্ষ নিজে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে বিষয় সমাধান হয়ে যেত তাই উনি বলেন বাগান খোলা হোক।
বাঃচাঃশ্রঃইঃ অর্থ সম্পাদক পরেষ কালিন্দী বলেন আমরা আওয়ামী লীগ কে ভোট দেয় আমরা আওয়ামী লীগের সদস্য কিন্ত আওয়ামী লীগ থাকাকালীন এ রকম আসা করিনি।
দলই চা বাগানের জেনারেল ম্যানাজার বলেন আমরাও চাই বাগান খোলা হোক চা শ্রমিক ভালো থাকুক।
অপরদিকে চা শ্রমিকেরা দলই চা বাগানে প্রধান পরিচালক আমিনুল ইসলামকে বাগানে চায় না চা শ্রমিক আরো বলেন এই ম্যানেজার আমাদের অনেক নির্যাতন করেছে গাছ চুরিতে দুই বার ধরা খেয়েছে। বাগানের জায়গা জুমে বিক্রি করেছে আরো অনেক ধরনের নিপিড়ন করেছেন।
মালিক পক্ষের বরাতে পূনঃরায় ব্যাবস্থাপক আমিনুল ইসলামজে বহালের প্রস্তাবনায়২য় বারের মতন আলোচনায় কোন কোন সুরহা সমাধান না হওয়াতে আগামী শনিবার পূনঃরায় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply