চা শ্রমিক ডটকম,মাধবপুর চা বাগান প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার, কমলগঞ্জ ৮নং মাধবপুর ইউনিয়ন। মাধবপুর চা বাগানে গাছ লাগান,পরিবেশ বাঁচান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্লোগান ধারণ করে। অন্যায় প্রতিবাদকারী চা ছাত্র যুব পরিষদ আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি ২০২০ মাধবপুর চা বাগানের উত্তরপাড়া কালীমন্দিলে মঙ্গলবার(৪ আগষ্ট) সকাল ১০ ঘটিকার সময় পালিত হয়। সে সময় উপস্থিত ছিলেন অন্যায় প্রতিবাদকারী চা ছাত্র যুব পরিষদের সকল সদস্যবৃন্দ। সংগঠনের সহসভাপতি দিলীপ ভর সহ রাজেন ভর,রাধামোহন রজক, জয়কুমার যাদব, সুমন দাস, প্রেমন নুনিয়া প্রমূখ। উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক রাম সিং বক্তব্য বলেন আমরা মাধবপুর চা বাগানে যত জনসংখ্যা আছি। সবাই যদি একটা করে বৃক্ষরোপন করি তাহলে বাগানে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা পাশাপাশি খাদ্যের নিশ্চিয়তা হবে ও আরো সুন্দর্য হবে।প্রাকৃতিক সৌন্দর্য্যের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান হচ্ছে এই বৃক্ষ। অথচ স্রষ্টা প্রদত্ত মানবজাতির এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমান। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য্য। এমনকি এর অভাবে আমাদের পৃথিবীর অস্তিত্ব এখন হুমকির সম্মুখিন। সম্ভবত আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া থেকেই আমরা বৃক্ষরোপনে আগ্রহ বাড়ছে।
Leave a Reply