চা শ্রমিক ডটকমঃমনিপুর চা বাগানে চা শ্রমিকদের পাকাগৃহ না করতে নোটিশ প্রদান নিয়ে আজ সার্ব বাগানের সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে বেলা ১১ঘঠিকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাগান সভাপতি মধু মৃর্ধা ৩নং ঘিলাছড়া বর্তমান ইউ পি সদস্য মো শফিক মিয়া আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য বেক্তিবর্গ। মনিপুর চা বাগানে ম্যানেজম্যান্ট পক্ষ থেকে একাধিক শ্রমিক কে নোটিশ দেওয়া হয় পাকা বাড়িঘর না বানানোর জন্য। ভূক্তভোগী চা শ্রমিকের কাছ থেকে জানাযায় আমরা অসহায় চা শ্রমিক দিন আনি দিন খাই অনেক কষ্টে টাকা জমিয়ে একটি ভালো ঘর বানানোর চেষ্টা করছি সেখানে বাগান কর্তৃপক্ষ বাধা প্রদান করে আসছে। সারাদিন রোদ বৃষ্টি তে কাজ করে একটু খাবার খেয়ে শান্তি তে ঘোমাতে পারী না ম্যানেজার গুলি সারাদিন মোটরসাইকেল নিয়ে ঘোরে তার পরও তারা টাইস লাগানো বাড়িতে থাকে। আর আমরা খেটে খাওয়া মানুষ ঠিক মতো একটি বাড়ি তৈরী করতে গেলে বাধা প্রদান করে। আমরাও তো রক্তে মাংসে গড় মানুষ আমাদের কি একটু আরামে থাকার কোন আবসক্তা নেই আরো বলেন আমার পূর্ব পুরুষ এখানে বসবাস করে এসেছে তাহলে আমরা কে ন ভুমির অধিকার পাবো না।
Leave a Reply