চা শ্রমিক ডটকমঃ আজ ৮–০৮–২০২০ শনিবার সকাল ০৮ঘঠিকার সময় গুলনি চা বাগান সনাতন ছাত্র ও যুব সংঘের উদ্বেগে গুলনি চা বাগান মন্দির প্রাঙ্গণে ৩০ টি ফলের চারা লাগানো হয়। এই ত্রিশ টি চারার মধ্যে ১০টি চারা গুলনি চা বাগান সনাতন ছাত্র ও যুব সংঘের ও ২০ টি চারা সাবেক পঞ্চায়েত কমিটির সেক্রেটারি শ্রী লিটন সাওতাল ব্যবস্থা করে দেন।
চারা রোপনের সময় উপস্থিত ছিলেন সাবেক পঞ্চায়েত কমিটির সেক্রেটারি শ্রী লিটন সাওতাল,উপস্থিত ছিলেন গুলনি চা বাগান সনাতন ছাত্র ও যুব সংঘের সভাপতি শ্রী নিরেন সাওতাল,আরও উপস্থিত ছিলেন সংঘের সদস্য যতিন সিং, সামল সাঁওতাল আরও অনেকে।
তাদের চারা লাগানোর উদ্দেশ্য, মন্দিরে সবসময় পুজা হয়,পুজায় অনেক ফল ফলাদির প্রয়োজন হয় যদি মন্দিরেই ফল পাওয়া যাবে। মন্দিরের চারপাশে ছায়া থাকবে।
তাদের স্লোগান ছিলো গাছ লাগান পরিবেশ বাচান।
Leave a Reply