চা শ্রমিক ডটকমঃ শ্রীমঙ্গল উপজেলায় বৌলাছড়া চা বাগানে এক চা শ্রমিক তার স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারনা।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, রোববার ভোরে বৌলাছড়া চা বাগানের শ্রমিক কলোনিতে তাদের মৃত্যু হয়েছে বলে ধারনা তারা হলেন- ওই কলোনির অলকা তন্তবায় (৩৫) ও বিপুল তন্তবায় (৪২)।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান ফিরোজ মিয়া জানান, রোববার সকাল ১০টার দিকে তারা বৌলাছড়া হাসপাতাল লাইনের লেবার কলোনিতে গিয়ে তাদের লাশ পড়ে থাকতে দেখেন। অলকার গলাকাটা লাশ মেঝেতে আর ঘরের তীরের সঙ্গে বিপুলের ঝুলন্ত লাশ দেখতে পান তারা।
১৩ বছর বয়সী মেয়ের বরাতে বলেন, সে ও তার ভাই পাশের ঘরে শুয়ে ছিলো। সকালে ছোট বোনের কান্না শুনে সে ঘুম থেকে উঠে বাবা-মায়ের লাশ দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিদর্শক সোহেল বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে করেপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে বলে তিনি জানান।
Leave a Reply