বাংলাদেশ চা শ্রমিক যুব পরিষদের আহবায়ক কমিটির মাধ্যমে আত্নপ্রকাশ।

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ১১৭০ Time View

চা শ্রমিক ডটকমঃ গত ৩ মাস অনলাইনে ব্যাপক প্রচার প্রচারণা শেষে আজ ৯ই আগষ্ট বেলা ২ঘঠিকার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চা শ্রমিকদের সামাজিক উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা সহযোগীতা, ও দাবী আদায়ের লক্ষে বাংলাদেশ চা শ্রমিক যুব পরিষদ নামে ৭ ভ্যালীর ২৯ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটির মাধ্যমে আত্নপ্রকাশ করেছে পরবর্তী সময়ে একমিটির মাধ্যমে সকল চা বাগানে শাখা কমিটি দেবার কথা রয়েছে

বাংলাদেশ চা-শ্রমিক যুব পরিষদ

আহবায়কঃ সাগর খান(হৃদয়)
হলিছড়া চা বাগান
যুগ্ন-আহবায়ক: বাবলু মাদ্রাজী
মনিপুর চা বাগান
যুগ্ন-আহবায়ক: উজ্জল কৈরী
দলই চা বাগান
যুগ্ন-আহবায়ক: শাহীন আহমেদ
যুগ্ন-আহবায়ক: রুহিত পাল
মিরতিংগা চা বাগান
যুগ্ন-আহবায়কঃ রাজু রিকিয়াসন
ভুড়ভুড়িয়া চা বাগান
যুগ্ন-আহবায়ক: সাজেন লােহার
শমসেরনগর চা বাগান
যুগ্ন-আহবায়ক: বিশাল নুনিয়া
মাজদিহি চা বাগান
যুগ্ন-আহবায়ক: বিক্রম রায়
লাক্কাতুরা চা বাগান
যুগ্ন-আহবায়ক: লিটন মুন্ডা
নালুয়া চা বাগান
যুগ্ন-আহবায়ক: বিজান সিং রাউতীয়া
যুগ্ন-আহবায়ক: খােকন উরাং
রংগাপানী চা বাগান
সদস্য সচিব: প্রকাশ গােয়লা (জয়)
শিলুয়া চা বাগান

সদস্যঃ মােহন দাস(শিল্পী)(হলিছড়া),রঞ্জন পাল(সােনারুপা), নুরে
আলম(ইটা)বাসুদেব কুৰ্মী(জাফলং),আশু দাশ(কুদালা),ওমপ্রকাশ বাউরী।
(লালচান্দ)রূপম তাতী (খাইছড়া),বিদ্যাসাগর গােয়ালা(ভাড়াউড়া),সপন
নুনিয়া(মাধবপুর),দীপ যাদব (সাগরনাল),প্রদীপ পাল (ভুড়ভুড়িয়া),সুমন
দাস(নিলয়) (ইন্দানগর,)রনি আহমেদ(মৌলভী),আসিফ আহমেদ (রাজঘাট)
বিষু দাস(দল দলী),বিশ্বজীত কৈরী(কামার ছড়া)

সংগঠনের অস্থায়ী কার্যালয়: হলিছড়া চা বাগান,ডাকঘরঃকাজল ধারা(৩২৩৪)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category