চা শ্রমিক ডটকমঃসিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বড়নরগর গুলনী চা বাগানে হংকং এ নারী শ্রমিক প্রেরণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়। মাত্র ১ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে হংকং এ নারী শ্রমিক প্রেরণ করবে সরকার যেখানে একজন শ্রমিকের বেতন ৫১ হাজার টাকা।
মাস্টার আমিনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমুস সাকিব তিনি বলেন, আমি আপনাদের পাশে আশার কারন হল অনেকে মনে করেন নারী শ্রমীক বিদেশে গেলে ভিবিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে কিন্তু সরকার হংকং এর ব্যাপারে যে উদ্যোগ নিয়েছে সেটা ভিন্ন এখানে নারীদের যাতে কোন প্রকার হয়রানী না হতে হয় সে দিক লক্ষ রেখে সরকারের পক্ষ থেকে হংকং এ নারী শ্রমীক পাটানো হচ্ছে।
তিনি আরও বলেন, আমি আপনাদের এলাকার সংসদ সদস্য এবং মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন আমার এলাকার পিছিয়ে পড়া পরিবার যাতে বিদেশে গিয়ে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে।
সমাপনি বক্তব্যে উক্ত অনুষ্টানের সভাপতি ৬ নং ফতেপুর ইউপ’র সুনামধন্য চেয়ারম্যান মাস্টার আমিনুর রহমান চৌধুরী উপস্থিত নারী শ্রমীকদের উদ্বুদ্ধ করতে তিনি বলেন, সরকার এত সুযোগ-সুবিধা করে দিয়েছে যদি আমার স্ত্রী চাকরীজীবি না হতেন তাহলে এই সুযোগে আমার স্ত্রীকে আমি হংকং এ পাটিয়ে দিতাম।
অনুষ্টানে বিশেষ অথিতি হিসেবে ছিলেন ৬ নং ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রমী সভাপতি জনাব মাস্টার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মাস্টার ইসমাঈল আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা ডা: ফরিদ আহমদ শামীম. উপজেলা যুবলীগ নেতা জনাব শাহাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা মাস্টার নুরুল ইসলাম, বড়নগর গুলনী চা বাগানের ব্যাবস্থাপক সাব-উল্লাহ সরকার, ইউনিয়ন যুবলীগ নেতা মাসুক আহমদ বাগান সভাপতি মৃত্যুন্জয় কুর্মি,গুলনি চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল গোয়ালা, ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার গৌছ উদ্দিন, সাবেক মেম্বার ধরম কুর্মি প্রমুখ।
Leave a Reply