1. farukahmodcha@gmail.com : admin :
  2. mmmfamod@gmail.com : Desk : Desk
  3. chasromiktv@gmail.com : desk two : desk two
  4. chasromiktv2@gmail.com : Desk three : Desk three
  5. zakirhosan68@gmail.com : md hosan : md hosan
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

সাউথ এশিয়া রেডিও ক্লাব’-এর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৮৩৭ Time View

চা শ্রমিক ডটকম :বাংলাদেশের অন্যতম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
২ অক্টোবর ২০২০, শুক্রবার সকাল ১১টায় সিলেটের লাক্কাতুরা চা বাগানে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ক্লাবের ২৩তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর লাক্কাতুরা চা বাগান শাখা।
সাউথ এশিয়া রেডিও ক্লাবের লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায়ের পরিচালনায় এবং কেন্দ্রীয় ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কেক কেটে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতারের পরিচালক ড. মির শাহ আলম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব- লাক্কাতুরা চা বাগান শাখার সহ-সভাপতি সিপন দাস, সাধারণ সম্পাদক সুশিল দাস, সদস্য সমিত গঞ্জু, সজিব রায়, শ্যামল দাস, সুব্রত রায়, অজিত দাস, সৌরভ রায়, রঞ্জু গঞ্জু, ফটোগ্রাফার জীবন দাস, খোকন দাস, আব্দুল কুদ্দুস, সিলেট বেতারের কর্মী মো: রহমত উল্লাহ ও কামরুল হাসান, সুব্র দাস, অংকন গঞ্জু, হেমন্ত চাষা, সাওন গোয়ালা, রতন লোহার, প্রমিত সবর, জয় লোহার প্রমূখ। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অংশ নেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল।
উদযাপনি অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য, আন্তর্জাতিক অর্জন, ক্লাবের পরবর্তি কর্মসূচি এবং বিভিন্নি আন্তর্জাতিক বেতার কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশ বেতার, ভয়েস অব ইন্দোনেশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, চীন আন্তর্জাতিক বেতার, ফিলিপাইনের রেডিও ভেরিতাস এশিয়া, এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপান, ডয়চে ভেলে জার্মান, কেবিএস ওয়ার্ল্ড রেডিও কোরিয়া, বিবিসি লন্ডন, ভয়েস অব আমেরিকা, রেডিও প্রাগ চেক রিপাবলিক, রেডিও রোমানিয়া ইন্টারন্যাশনাল, রেডিও তেহরান ইরান, রেডিও মস্কো রাশিয়া, এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, রেডিও সৌদিআরব, রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনাল, কেটিডব্লিউআর, রেডিও স্লোভাকিয়া ইন্টারন্যাশনাল, অল ইন্ডিয়া রেডিও, রেডিও অস্ট্রেলিয়া, রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল, রেডিও ফ্রি এশিয়া, রেডিও নেপাল, রেডিও নেদারল্যান্ড, ভয়েস অব তুর্কি, ভয়েস অব মঙ্গোলিয়া সহ আরো কয়েকটি দেশের রেডিও কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এছাড়া ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (আরআরআই) এর আন্তর্জাতিক সম্প্রচার বিভাগ ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই) এর পরিচালক আগুং সুস্যেতো, ভিয়েতনামের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি) ইংরেজী বিভাগ থেকে পাঠানো অডিও শুভেচ্ছা বার্তা অনুষ্ঠানে প্রচার করা হয়। বিভিন্ন বেতার থেকে আরো যারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়। 

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১লা অক্টোবর চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)। বর্তমানে সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রায় ৫০টি শাখা রয়েছে এবং এর সদস্য সংখ্যা হাজারের বেশি। বাংলাদেশ এবং বিশ্বে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) অত্যন্ত সক্রিয় একটি শ্রোতাক্লাব। ক্লাবটি বেতারের শ্রোতা বৃদ্ধি এবং বেতার অনুষ্ঠানের মানউন্নয়নে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা ছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি পালন করে থাকে। এছাড়া বর্হিবিশ্বে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা সহ বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতিমধ্যে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ইন্দোনেশিয়া, চীন এবং ভারত থেকে একাধিক আন্তর্জাতিক পদক লাভ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Chasromik.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি