দ্রুত চুক্তি বাস্তবায়ন ও বকেয়া পরিশোধের দাবিতে সারাদেশের চা বাগান সমুহে মানব বন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ১৪৩৮ Time View

চা শ্রমিক ডটকমঃ আজ ৭ই অক্টোবর সকাল ০৮ ঘঠিকায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্দেশননায় চা শ্রমিকের মজুরি বৃদ্ধি ও বকেয়া দ্রুত পরিশোধের বাস্তবায়নের দেশের সকল চা বাগান সমুহে মানববন্ধন পালিত হয়েছে
যানাযায় দির্ঘ্য ২২ মাস অতিবাহিত হবার পরও চুক্তি বাস্তবায়িত না হওয়াতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ৭২ ঘন্টার এ ঘোষনা দিয়েছেন ঘোষনা অনুযায়ী আগামিকাল সকালে শ্রীমঙ্গল চৌমুহনী চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হবে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবর শ্বারকলিপি প্রেরনের কথা রয়েছে চা শ্রমিক ডটকমের সিলেট, মৌলভীবাজার, হবিগন্জ, চট্রগ্রাম জেলার প্রতিনিধিদের বরাতে বাগান সমুহে মানববন্ধন পালনের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
সারেজমিনে বালীশিরা ভ্যালীর শ্রীবাড়ী চা বাগান ও দারাগাও চা বাগানের বাগান পঞ্চাইত কমিটির সদস্য ও শ্রমিকরা চা শ্রমিক ডটকমকে যানান আসন্ন দূর্গাপুজার আগে তাদের বকেয়া পরিশোধের জন্য অনতিবিলম্বে মালিক পক্ষকে দাবী জানান। তাদের চুক্তি অনুযায়ী তাদের বকেয়া বোনাস,এরিয়া সমুহ তাদের প্রাপ্যতা আদায়ে ইউনিয়নের দাবীর সাথে সহমতে পোষন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category