মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি বিশেষ অভিযানে ১৩৪ লিটার দেশীয় চোলাই মদ’সহ মাদক কারবারিকে গ্রেফতার।
বুধবার ৪ঠা নভেম্বর এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযানিক দল এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান টি ষ্টোরের ম্যানেজারের অফিসের পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে ১৩৪ লিটার দেশীয় চোলাই মদ’সহ কার্তিক কুর্মি(৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানের বাসিন্দা মৃত আর্শিবাদ কুর্মি এর ছেলে কার্তিক কুর্মি(৩০)।
উল্লেখিত ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামত সহ গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ঠ থানায় প্রেরন করেন।
Leave a Reply