চা শ্রমিক ডটকমঃ শ্রীমঙ্গল উপজেলার ভাড়উড়া চা বাগান থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
গত৭ ই নভেম্বর রোজ (শনিবার) ভোর রাত আনুমামিক ৩.৪০ মিনিটে শ্রীমঙ্গলে ভাড়াউড়া বাগান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ আব্দুস ছালেক এর নেতৃত্বে ওসি তদন্ত হুমায়ুন কবির,ওসি অপারেশন নয়ন কারকুন, এস আই ফরিদ উদ্দিনসহ সঙ্গীয়ফোর্স অভিযান চালিয়ে ভাড়াউড়া বাগনের রামপাড়া এলাকার উজ্জল হাজরার বসত বাড়ীর পাশে রাস্থার সাথের আকাশী গাছের বাগনের ভিতর থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে।এদের মধ্যে ১/সাগর মিয়া(২০) পিতা মোখলিছ মিয়া। সাং বিরাইমপুর ২/ জুয়েল মিয়া (২২) পিতা বাচ্চু মিয়া সাং পূর্বাশা আ/এ বর্তমান ঠিকানা খাঁসগাও উভয় থানা শ্রীমঙ্গল,৩/ বাদল মিয়া (৪৫)পিাত শাহজাহান মিয়া সাং বুড়ি শহর থানা নাসির নগর বর্তমান সিন্দুখাঁন রোড মতিন মিয়ার বাসা। । তাদের সাথে দেশীয় অস্ত্র দা,রামদা,কিরিচ,কাটার ইলেক্ট্রনিক মেশিন,কাটার ষ্টেপচাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে,ডাকাতির উদ্দেশ্য বিভিন্ন এলাকা হতে উক্ত স্থানে এসে জরো হয় এবং পুলিশ ও স্থানীয় জনগনের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply