ব্রজমাতা যশোদা দেবী দাসীর শ্রাদ্ধবাসরে হাজারো ভক্তদের সমাগম

লিটন মুন্ডা, নালুয়া চা বাগান প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৭৬৭ Time View

চা শ্রমিক ডটকমঃ হবিগঞ্জ ইসকন শ্রীশ্রী নৃসিংহদেব জিউ আখড়া মন্দিরের অধ্যক্ষ উদয় গৌরদাস ব্রহ্মচারী প্রভুর মায়ের শ্রাদ্ধবাসর উপলক্ষ্যে ধর্মীয় আলোচনায় সভা ২০২০ খিঃ এর আয়োজনে উপস্থিত ছিলে হাজারের ভক্তের সমাগম।

উক্ত আলোচনায় প্রধান অতিথি অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক – শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, বিশেষ অতিথি ছিলেন ইসকন বাংলাদেশের যুগ্ন – সাধারণ সম্পাদক – শ্রীপাদ জগৎ গুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, বাহুবল হবিগঞ্জের শচীমাতা স্মৃতিতীর্থ মন্দিরের অধ্যক্ষ – শ্রীপাদ সর্বেশ্বর গোবিন্দ দাস ব্রহ্মচারী , ইসকন সিলেটের সাধারণ সম্পাদক – শ্রীপাদ ভাগবত করুণা দাস ব্রহ্মচারী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category