1. farukahmodcha@gmail.com : admin :
  2. mmmfamod@gmail.com : Desk : Desk
  3. chasromiktv@gmail.com : desk two : desk two
  4. chasromiktv2@gmail.com : Desk three : Desk three
  5. zakirhosan68@gmail.com : md hosan : md hosan
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

কানাইঘাটে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার-

মোহাম্মদ হানিফ হোসেন সিলেট ভ্যালি প্রতিনিধি, 
  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৬৭২ Time View

চা শ্রমিক ডটকম; সিলেটের কানাইঘাটে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছেন স্থানীয়রা। কানাইঘাট সদর ইউনিয়নের ভাটিদিহি (বাটইশাইল) গ্রামের বাসিন্দা মাস্টার বদরুজ্জামানের বাড়ির ঝোপঝাড়ে একটি বিরল প্রজাতির শকুন অসুস্থ অবস্থায় মাটিতে নেমে আসে। এ সময় বাড়ির লোকজন পাখিটি দেখে বদরুজ্জামানকে জানালে তিনি প্রতিবেশী কানাইঘাট সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রশিদ আহমদকে জানান।

 

শকুনটি অসুস্থ অবস্থায় উড়তে না পারায় এলাকার লোকজনের সহায়তায় পাখিটি উদ্ধার করে বদরুজ্জামানের বাড়িতে রেখে পাখিটির সেবাযত্ন করেন। পরবর্তীতে বদরুজ্জামান ও রশিদ আহমদ বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির পাখিটিকে চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান।

 

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, এটি একটি বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির শকুন। ওজন ৮ কেজি ৩০০ গ্রাম। আমরা অসুস্থ শকুনটি নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসাসহ খাবার দিয়েছি এবং পর্যবেক্ষণে রেখেছি। উপজেলা বিট কর্মকর্তাসহ সিলেটের বন্যপ্রাণী অফিসে যোগাযোগ করেছি। পাখিটি সুস্থ হলে বন কর্মকর্তার মাধ্যমে অবমুক্ত করা হবে।

 

পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসার জন্য মাস্টার বদরুজ্জামান ও প্রভাষক রশিদ আহমদকে তিনি ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Chasromik.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি