চা শ্রমিক ডটকমঃশ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানের ৫ নং লাইনে ছোট ভাই সঞ্জিত কয়রার হাতে রঞ্জিত কয়রা নামে এক বড় ভাই খুন হয়েছে।
স্থানীয়রা জানান, মোবাইল দিয়ে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজানোর ঘটনাকে কেন্দ্র করে প্রথমে সঞ্জিত ও রঞ্জিতের নব-বিবাহিত বৌ পরবর্তীতে দু ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সঞ্জিত কয়রার দা’দিয়ে (চা গাছের কলম কাটায় ব্যবহৃত) রঞ্জিত কয়রার গলায় আঘাত করলে রঞ্জিত কয়রাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ঘাতক সঞ্জিত কয়রাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা’সহ আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে, ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply